কোপেনহেগেনে বোনদের কিয়ামুল লাইল বা নৈশ ইবাদত প্রোগরাম এবং জনপ্রিয় ব্লগার বোনদের সহযোগীতা।

লিখেছেন লিখেছেন নুসরাত জাহান ০২ জুলাই, ২০১৪, ০৩:২৯:০৮ রাত

কোপেনহেগেনে আমরা কিছু বোনেরা গত বছর ঠিক এই সময় থেকে অর্থাৎ রামাদান মাস থেকে কিয়ামুল্লাইল মানে নৈশ ইবাদত অনুষ্ঠানটি শুরু করি ,আর এই রামাদানে অনুষ্ঠানটির এক বছর পূর্ণ হলো আলহামদুলিল্লাহ।

আমরা বোনেরা যখন দেখলাম বাচ্চাদের জন্য বাসায় কোনো ইসলামিক আলোচনা শুনতে পারিনা ,অতিরিক্ত কোনো ইবাদত করতে পারিনা ,আবার সুযোগ থাকলেও একা একা করতে ভালো লাগেনা। তখন আমরা সিদ্ধান্ত নিলাম এমন একটি অনুষ্ঠানের। এধরনের অনুষ্ঠান কারো বাসায় করতে গেলে হোস্টের অনেক কষ্ট হবে চিন্তা করে আমরা প্রথমে খাবারের মেনু ঠিক করে নেই এবং পরে সব গুলু পরিবারের মধ্যে তা ভাগ করে দেই।

অনুষ্ঠানটি প্রতি মাসের শেষ শুক্র বারে করে থাকি। সবগুলো পরিবার তাদেরকে দেয়া খাবার মেনুটি নিয়ে রাত আটটার সময় উপস্থিত হয় নির্ধারিত কারো বাসায়। প্রথমে পারস্পরিক কুসল বিনিময় শেষে ভাইয়েরা ও বাচ্চারা খাওয়া-দাওয়া করে ফেলে। শেষ হলে বাচ্চারা বাবাদের সঙ্গে বাসায় চলে যায় ৯.৩০ থেকে ১০.০০টার মধ্যে। এরপর আমরা বোনেরা খাবার খেয়ে নেই এবং এশার সালাত শেষ করে আমাদের নৈশ ইবাদত শুরু করি।

আমাদের ইবাদত এর মধ্যে থাকে স্কাইপ এ বিভিন্ন দেশের যেমন ইতালি ,কানাডা , স্পেন ইত্যাদি দেশের কিছু জনপ্রিয় ব্লগার বোনের স্পীচ শুনা ,দারসুল কোরআন অর্থাৎ কোরআনের আলোচনা শুনা ,হাদিস শুনা ,একসাথে তাহাজ্জুত সালাত পরা ,জিকির করা এবং সব শেষে দোয়া মোনাজাত ও ফজরের সালাত।তবে মধ্য রাতে আমাদের একটি tea break খাকে। সকালে সবাই সবার বাসায় গিয়ে ঘুমাই, আর শনিবার দিন বাবারা ফ্রি তাই বাবারাই বাচ্চা দেখা শুনা করে থাকেন।

উল্লেখ্য যে, গত প্রোগরাম থেকে খাওয়া-দাওয়ার আগে প্যারেন্ট মিটিং হয় যেখানে গত প্রোগরামে কানাডা প্রবাসি জনাব শমশের আলী হেলাল ভাই স্কাইপিতে আলোচনা রাখেন বাচ্চাদের লালন পালনে বাবা-মার কর্তব্যের উপর।

বিদেশের মাটিতে হাজার ব্যস্ততার মাঝে মাসে একটি রাত হলেও সব বোন মিলে আল্লাহর ইবাদত করে আল্লাহর কাছে গুনাহ মাফের আশা করছি।

-- আপনাদের কাছে যদি আমাদের এই অনুষ্ঠান পদ্ধতিটি ভালো লাগে তাহলে আপনারাও এই রামাদান থেকে এমন একটি অনুষ্ঠান শুরু করতে পারেন যেখানে আরো গুরুত্বপূর্ণ বিষয় হলো বোনদের মধ্যে পারস্পরিক সম্পর্কের সুন্দর উন্নতি ঘটে ফলে টিমওয়ার্কের মাধ্যমে দাওয়াতি কাজ করতে সুবিধা হয়। আল্লাহ আমাদের সবাইকে উনার পথে কবুল করে নীন আমীন।বিষয়: বিবিধ

বিষয়: বিবিধ

২০৭২ বার পঠিত, ২১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

240793
০২ জুলাই ২০১৪ রাত ০৩:৩৬
ভিশু লিখেছেন : বাব্বাহ! মধ্যরাতে টি-ব্রেক! খুব ভালো আয়োজন...Happy Good Luck প্রবাসী অন্যান্যদের জন্যও বেশ কাজে লাগবে!
Praying Praying Praying
Good Luck Good Luck Good Luck
Rose Rose Rose
০২ জুলাই ২০১৪ রাত ১০:২১
187135
নুসরাত জাহান লিখেছেন : ইনশাআল্লাহ।

জাজাকুম আল্লাহ খাইরান
240795
০২ জুলাই ২০১৪ রাত ০৩:৪৬
মাটিরলাঠি লিখেছেন :
অসাধারান শেয়ার। খুবই ভালো লাগলো জেনে। আল্লাহ্‌ আপনাদের কবুল করুন। আ-মী-ন Rose Rose Good Luck Good Luck
০২ জুলাই ২০১৪ রাত ১০:২২
187136
নুসরাত জাহান লিখেছেন : আমীন।

জাজাকুম আল্লাহ খাইরান
240796
০২ জুলাই ২০১৪ রাত ০৩:৫২
বড়মামা লিখেছেন : সুন্দর ভালো লগলো আপনাকে অনেক ধন্যবাদ ।
০২ জুলাই ২০১৪ রাত ১০:২২
187137
নুসরাত জাহান লিখেছেন : জাজাকুম আল্লাহ খাইরান
240800
০২ জুলাই ২০১৪ সকাল ০৫:০৯
মনসুর আহামেদ লিখেছেন : চমৎকার আয়োজন আপু। আমেরিকার বড় বড় সব গুলো ষ্টেটে মুসলিম উম্মাহ ইন আমেরকা এর কার্য্যক্রম রয়েছে।
গত ১৫ই জুন রবিবার ছিল মুসলিম উম্মাহ ইন আমেরকা (আটলান্টা চাপ্টার)-এর বার্ষিক বনভোজন ২০১৪।শত শত নারী পুরুষ শিশু কিশোরের কলকাকলীতে মুখরিত হয়ে উঠা কাটার্ভিলস্থ রেড টপ মউন্টেনের নৈস্বররগিক পরিবেশ।একদিকে দিগন্ত বিস্তৃত পাহাড় অপর দিকে লেক আলাটোনা!!ইসলামী পরিবেশ ও ভাব গাম্ভীর্য বজায় ও নারী পুরুষের আলাদা আলাদা খানাপিনা,খেলাধুলা আমোদ প্রমোদের সুবন্দোবস্থ থাকায় তেমন কোন স্থীর চিত্র বা ভিডিও ধারণের প্রয়োজনীয়তা অনুভুত হয়নি।অনুকুল পরিবেশে জামাতে জোহরের নামাজ আদায়ের পর মধ্যান্নভোজের আয়োজন। নামজে ইমামতি করেন অধ্যাপক ডঃ আসাদিজ্জামান।নামাজ শেষে স্পটে রান্না করা রুচি সম্মত সুস্বাধু খাবার পরিবেশন করা হয়। দেখুন।


০২ জুলাই ২০১৪ সকাল ০৯:৪২
186901
দ্য স্লেভ লিখেছেন : ওহ ইফতারির আর মাত্র ২০ মিনিট বাকি আর আপনি খাওয়ার কথাটা শেষে বলে ফেললেন....ওহ....
০২ জুলাই ২০১৪ রাত ১০:২৪
187138
নুসরাত জাহান লিখেছেন : আল্লাহ আমাদের তওফিক দান করুন যাতে করে ইসলামি পরিবেশে পিকনিক করা যায়।

জাজাকুম আল্লাহ খাইরান
240801
০২ জুলাই ২০১৪ সকাল ০৫:১০
240825
০২ জুলাই ২০১৪ সকাল ০৯:৪৩
দ্য স্লেভ লিখেছেন : জাজাকাল্লাহ খায়রান। অনেক দারুন উদ্যোগ। আমার এমন কিছু অভিজ্ঞতা হয়েছিল পূর্বে। আসলে রাতের আলোচনা মাথার ভেতর ঢুকে যায়। আর কিয়াম সত্যিই দারুন জিনিস
০২ জুলাই ২০১৪ রাত ১০:২৪
187139
নুসরাত জাহান লিখেছেন : জাজাকুম আল্লাহ খাইরান
240906
০২ জুলাই ২০১৪ দুপুর ০৩:১৫
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আলহামদুলিল্লাহ। একটি সুন্দর উদ্যোগ।
০২ জুলাই ২০১৪ রাত ১০:২৫
187140
নুসরাত জাহান লিখেছেন : জাজাকুম আল্লাহ খাইরান
241077
০২ জুলাই ২০১৪ রাত ০৯:৪৮
প্যারিস থেকে আমি লিখেছেন : আপনাদের এই আইডিয়াটা আমার খুব ভালো লেগেছে আমি আমার বউকে বলেছি তারাও এভাবে শুরু করার জন্য তার দায়িত্বশীলার সাথে কথা বলতে।
০২ জুলাই ২০১৪ রাত ১০:২৯
187142
নুসরাত জাহান লিখেছেন : শুকরিয়া।

ভাবীকে আমাদের সালাম বলবেন। আর কোন শেয়ারীং এর দরকার হলে আমার হাসবেন্ডকে ই-মেইল করে আমার স্কাইপি আইডি নিতে পারেন পরে ভাবীর সাথে বিস্তারিত কথা বলা যাবে ইনশাআল্লাহ।
241418
০৩ জুলাই ২০১৪ রাত ১০:০৭
বৃত্তের বাইরে লিখেছেন : আসসালামু আলাইকুম। কানাডায় আমাদের বোনদের এমন প্রোগ্রাম হয় প্রতি রমজানে। এবারও আছে। আল্লাহ্‌ আপনাদের সবার চেষ্টা কে কবুল করে নিন Praying রমজান মুবারাক Good Luck Rose
০৫ জুলাই ২০১৪ দুপুর ০২:১৬
187795
মিজবাহ লিখেছেন :
ওয়ালাইকুমুস সালাম, আলহামদুলিল্লাহ, অন্যান্য মাসে করা গেলে ভালো হয়। আমিন।

রমজান মুবারক।
১০
241438
০৩ জুলাই ২০১৪ রাত ১১:১০
আবদুল্লাহ বাংলাদেশী লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
১১
241905
০৫ জুলাই ২০১৪ দুপুর ০২:১৬
মিজবাহ লিখেছেন : জাজাকুম আল্লাহ খাইরান
১২
242714
০৮ জুলাই ২০১৪ রাত ১২:১৯
সত্য নির্বাক কেন লিখেছেন : ইহাতো জামাত শিবিরের শব্বেদারি। ভাল তো প্রোগ্রামের পুর্বে পিকনিক চমতকার্।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File